Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রাজস্থলী উপজেলার পটভূমি

 

সংক্ষিপ্ত ইতিহাসঃ ব্রিটিশ শাসনামলে ১৯০৯ সালে রাজস্থলী থানার সৃষ্টি হয় এবং এটি ১৯৮২ সালে উপজেলায় রুপান্তরিত করা হয়। বর্তমানে রাজস্থলী উপজেলা পরিষদে ৩টি ইউনিয়ন পরিষদ ও ৯টি মৌজা বিদ্যমান। রাজস্থলী উপজেলার নামকরন নিয়ে তেমন জটিল কোন ইতিহাস নাই, তবে এলাকার প্রচলিত ভাষ্যমতে রাখাইন প্রদেশের রাজা, বর্মী বারান্ডং সেনাপতির কাছে পরাজিত হয়ে বাংলাদেশে আসার পর এই বুধুঝিই (রাজস্থলীর পূর্ব নাম) এসেছিলেন তার নিজ রাজ্য গড়তে। তাঁর নিজের প্রথা অনুযায়ী রাজ্য গড়ার আগে কলাগাছ রোপন করে দেখা হয়। যত বেশী কলার কান্ধি তত রাজার রাজ্যভিষেক হবে ঐ রাজ্যে। এই নিয়ম মেনে কলা গাছটি রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের থাগড়াছড়ি পাড়ায় রোপন করা হয়। কিন্তু কলার ছড়ায় কান্ধি কম হওয়ায় তিনি এই স্থান ত্যাগ করে বান্দরবান উদেশ্যে রউয়ানা করেন। যাবার বেলায় ঐ কলা গাছে রাজার ছোট থলে রয়ে যায়। তখন থেকে রাজারথলে নামকরন হয় এবং পরে তা রাজারথলে থেকে রাজারথলি ও বর্তমান রাজস্থলী নামকরন করা হয়।

ভৌগোলিক অবস্থানঃ

  • রাজস্থলী উপজেলার পূর্বে বিলাইছড়ি উপজেলা, রাঙ্গামাটি জেলা ও রোয়াংছড়ি উপজেলা, বারাদরবান জেলা অবস্থিত।
  • পশ্চিমে রাঙ্গুনিয়া উপজেলা, চট্টগ্রাম জেলা ও আংশিক বান্দরবান সদর উপজেলা, বান্দরবান জেলা অবস্থিত।
  • উত্তরে বান্দরবান সদর উপজেলা, বান্দরবান জেলা ও রোয়াংছড়ি উপজেলা, বান্দরবান জেলা অবস্থিত।
  • দক্ষিণে আংশিক বিলাইছড়ি উপজেলা, রাঙ্গামাটি জেলা ও কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি জেলা অবস্থিত।

১৯০৯ সালে রাজস্থলী থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে রাজস্থলী উপজেলায় রূপান্তরিত হয়। এ উপজেলায় বর্তমানে ৩টি ইউনিয়ন রয়েছে।